প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন সবার আগে, মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। পাশাপাশি এক সপ্তাহের লকডাউনও ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে শুরু হবে এ লকডাউন।
লকডাউনের আওতামুক্ত থাকবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পণ্যবাহী পরিবহনের পাশাপাশি খোলা থাকবে সংবাদপত্র সংশ্লিষ্ট পরিবহনও। এর বাইরে শুধু শিল্পকারখানা খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন। সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় লকডাউন আরও বাড়তে পারে বলে জানা গেছে।
I’ve recently started a web site, the information you offer on this website has helped me tremendously. Thanks for all of your time & work. “The achievements of an organization are the results of the combined effort of each individual.” by Vince Lombardi.