বাগেরহাটের মোরেলগঞ্জে অস্ত্রসহ ১১ মামলার আসামী মোঃ রাসেল মোল্লা(৩২) কে আটক করেছে র্যাব। বুধবার (১০ মার্চ) গভীর রাতে মোড়েলগঞ্জ উপজেলার সিংজোর সিকদার পাড়া থেকে রাসেলকে আটক করে র্যাব-৬‘খুলনার সদস্যরা। এসময় চাইনিজ কুড়াল দিয়ে র্যাব সদস্যদের আক্রমনের চেষ্টা করে রাসেল। রাসেলের কাছ থেকে একটি দেশী তৈরি চাইনজ কুড়াল ও ২৩ ইঞ্চি লম্বা একটি হাসুয়া উদ্ধার করে র্যাব সদস্যরা।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক( মিডিয়া) এএসপি মাহবুব আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আটক মোঃ রাসেল মোল্লা মোরেলগঞ্জ উপজেলার সিংজোর গ্রামের মোঃ সিদ্দিক মোল্লার ছেলে। রাসেলের নামে পিরোজপুর জেলার জিয়ানগর এবং বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানায় চুরি, মারামারিসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯ ধারায় রাসেলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক( মিডিয়া) এএসপি মাহবুব আলম।
বার্তা প্রেরক
তানজীম আহমে
বাগেরহাট প্রতিনিধি
hi!,I like your writing very a lot! percentage we be in contact more about your post on AOL? I require an expert on this house to solve my problem. May be that is you! Having a look ahead to peer you.
Dead indited subject material, Really enjoyed looking at.